আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গীতা প্রচার সংঘের যুব সম্মেলন

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    গীতা একটি দর্শন। বর্তমান পরিস্থিতিতে এই দর্শন সম্পর্কে যুব সমাজের অবগত হওয়া শুধু প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আবশ্যিক হয়ে পড়েছে। সেদিকে লক্ষ্য রেখেই শ্রীমদ্ভগবত গীতা প্রচার সংঘের উদ্যোগে যুব সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার ( ২২ সেপ্টেম্বর ) আগরতলা টাউন হলে এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক গীতা মিশনের সভাপতি ডঃ স্বামী চিদানন্দ ব্রহ্মচারি, শংকর মঠ ও মিশনের স্বামী বিভুদানন্দ সরস্বতী, সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার, গোয়া এনআইটি এর ডিরেক্টর গোপাল মুগেরাইয়া,সুপার ৩০ এর প্রতিষ্ঠাতা তথা বিহার রাজ্যের প্রাক্তন ডিজিপি অভয়ানন্দজি প্রমুখ।
    ছিলেন গীতা প্রচার সংঘের সভাপতি প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস, সম্পাদক গোপাল গোপ সহ আরও অনেকে। বক্তারা গীতার মাহাত্ম্য, বর্তমান সমাজে এর গুরুত্ব, ভারতীয় ধর্ম সংস্কৃতিতে গীতার প্রভাব এসমস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জ্ঞানযোগ, কর্মযোগ, পুরুষোত্তম যোগ, ভক্তিযোগ - গীতার এসমস্ত বিভিন্ন খন্ডগুলি নিয়ে আলোচনা করেন বক্তারা। উপস্থিত সবাই বেশ আগ্রহ নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করেন। ধর্মের সঙ্গে বিজ্ঞান, ধর্মের সঙ্গে বাস্তব, কৃষ্টি, সংস্কৃতি এসমস্ত দিকগুলির সুক্ষ ব্যাখ্যা করেন গীতা বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে বিনামূল্যে গীতা বিতরণ করা হয়।

    ছবিঋণঃ ডঃ শুভ চক্রবর্তী 

    ২৩শে সেপ্টেম্বর ২০১৯ 
    3/related/default