Type Here to Get Search Results !

আজীবন সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে মানুষ পরিচয়ে বাঁচতে চান কর্পোরেট ব্যক্তিত্ব রাজা নাগ

আরশিকথা ডেস্কঃ
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই মানবতার উজ্জ্বল উদাহরণ।বিগত ১৫ বছরেরও বেশী সময় ধরে নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখে মানুষের উদাহরণে থাকতে চাইছেন কর্পোরেট জগতের সফল ব্যক্তিত্ব রাজা নাগ।প্রতি বছর দুর্গা পূজায় ষষ্ঠীর শুভলগ্নে বাবামায়ের স্মৃতি অম্লান রাখতে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করেন শ্রী নাগ এবং তার পরিবার।
এবছরও এর ব্যতিক্রম হয়নি।বরাবরের মতোই রাজধানীর শিবনগরস্থিত মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল সংগঠনের সহযোগিতায় এই বিশেষ কর্মকান্ডটি সম্পন্ন করেন তিনি।


 এবছর প্রায় দুইশো জনকে বস্ত্রদান করেন শ্রী নাগ।এই মহান কর্মকান্ডের সাক্ষী হতে এদিন শ্রী নাগের আমন্ত্রণে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব সৌরজিৎ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 


সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজা নাগ বলেন, আজীবন ধরে তিনি এই ধরণের কর্মকান্ড চালিয়ে যেতে সচেষ্ট থাকবেন।পাশাপাশি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। 

ছবিঃ নিজস্ব
৪ঠা অক্টোবর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.