আবু আলী, ঢাকা ॥
সীমান্ত হত্যা বন্ধে ভারত অঙ্গীকার করার পরও বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যাচ্ছে। আর এ কারণে বাংলাদেশ উদ্বিগ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের রষ্ট্রীয় সফরে ১২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রার আগে দেশটির বিদেশ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা জানিয়েছেন।
সীমান্ত হত্যার প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের মতো আমরাও উদ্বিগ্ন। আমরা আমাদের উদ্বেগের বিষয়টি ভারতকে জানাব। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আমাদের কাছে যে অঙ্গীকার তারা করেছিল, সেটা তাদের পূরণ করতে বলব। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকেও বাংলাদেশের পক্ষ থেকে আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে।
ভারতে রাইসিনা ডায়লগে বিদেশ প্রতিমন্ত্রীর অংশ না নেওয়ার প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রতিমন্ত্রী সেখানে যেতে পারবেন না, এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে ভারতের গণমাধ্যমে একটু বেশি প্রচার হচ্ছে । আমরা তো কোনো কিছুই বলছি না। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালোই।
সংশ্লিষ্টরা বলছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এ নিয়ে বাংলাদেশের চারজন মন্ত্রীর দিল্লি সফর বাতিল হলো। তবে এব সফর বাতিল নিয়ে মুখ খোলেনি সরকার।
১২ই জানুয়ারি ২০২০