বাস্তবিক"
দুধের শিশু ঘুমিয়ে থাকে
মায়ের কোলে
জানে না সে বাপের নাম, বোঝে না সে ঘুমোচ্ছে যে মায়ের কোলে; কলেজে পরা ছেলেটা আজ গৃহবন্দি, শ্রমিক মানুষটারও আজ মাথায় হাত , তার মেয়ে ও আজ সাজুগুজু করছে ডাক্তার নার্স হাসপাতালে একটা মালা নিয়ে উপস্থিত , প্রসাশন এর লোকজন ও আজ শান্ত মেজাজ নেই আর পাচটা দিনের মত; সাংবাদিকরা একটু নিজেদের মত করে আনন্দ করতে চাইছে কারন আজ তো এক ঠাকুরের জন্মদিন । চারিদিকে অসহায় মানুষদের জীবন , তার মধ্যে থেকে ও বাঙালি জীবনে ও মননে একমাএ রবি ঠাকুরকে একটু নিজেদের মত করে আয়োজন সম্মান জানানোর; তিনি তো সকলের কাছে পূজিত তার শিল্পীপ্রতিভার গুনে, চারিদেকে কেউ ছবি এঁকে আবার সাহিত্য রচনা করে, কেউ আবার সংগীতে কিংবা নৃত্য পরিবেশন করে, বিশ্বের সংকটজনক পরিস্থিতিতে একটু সময়কে নিজের মত করে, স্বেচ্ছাসেবক রাও নীরবে নিঃশব্দে কাজ করে যায় অসহায় মানুষের তরে, কবিকে বরণ আজ আপন কর্মযজ্ঞে সমাজে পরিচয় তাদের স্বেচ্ছা সেবক রূপে; পৃথিবীর মঙ্গলকরার শপথ নিয়ে একসাথে মানব মুক্তির জয়গানে।
দুধের শিশু ঘুমিয়ে থাকে
মায়ের কোলে
জানে না সে বাপের নাম, বোঝে না সে ঘুমোচ্ছে যে মায়ের কোলে; কলেজে পরা ছেলেটা আজ গৃহবন্দি, শ্রমিক মানুষটারও আজ মাথায় হাত , তার মেয়ে ও আজ সাজুগুজু করছে ডাক্তার নার্স হাসপাতালে একটা মালা নিয়ে উপস্থিত , প্রসাশন এর লোকজন ও আজ শান্ত মেজাজ নেই আর পাচটা দিনের মত; সাংবাদিকরা একটু নিজেদের মত করে আনন্দ করতে চাইছে কারন আজ তো এক ঠাকুরের জন্মদিন । চারিদিকে অসহায় মানুষদের জীবন , তার মধ্যে থেকে ও বাঙালি জীবনে ও মননে একমাএ রবি ঠাকুরকে একটু নিজেদের মত করে আয়োজন সম্মান জানানোর; তিনি তো সকলের কাছে পূজিত তার শিল্পীপ্রতিভার গুনে, চারিদেকে কেউ ছবি এঁকে আবার সাহিত্য রচনা করে, কেউ আবার সংগীতে কিংবা নৃত্য পরিবেশন করে, বিশ্বের সংকটজনক পরিস্থিতিতে একটু সময়কে নিজের মত করে, স্বেচ্ছাসেবক রাও নীরবে নিঃশব্দে কাজ করে যায় অসহায় মানুষের তরে, কবিকে বরণ আজ আপন কর্মযজ্ঞে সমাজে পরিচয় তাদের স্বেচ্ছা সেবক রূপে; পৃথিবীর মঙ্গলকরার শপথ নিয়ে একসাথে মানব মুক্তির জয়গানে।
- দেবাশীষ মজুমদার
উওর ২৪ পরগনা,আশ্রাফাবাদ
৮ই মে ২০২০