Type Here to Get Search Results !

করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্ক পাকিস্তানেঃ সোমবার থেকে সাতটি শহরে লকডাউন

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে পাকিস্তানে। এই পরিস্থিতিতে সোমবার থেকে দেশের পাঞ্জাব প্রদেশের গুরুত্বপূর্ণ ৭শহরাঞ্চলে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউন চলবে পরবর্তী দুই সপ্তাহ। লকডাউন এর আওতায় পড়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, সারগোধা, ফয়সলাবাদ, মুলতান, গুজরানওয়ালা এবং গুজরাট। সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে লকডাউন চলাকালীন কোন ধরনের জমায়েত করা যাবে না, বন্ধ রাখতে হবে বিয়ের অনুষ্ঠান, বন্ধ থাকবে ব্যাঙ্কোয়েট হল, কমিউনিটি সেন্টারগুলো, বন্ধ থাকছে রেস্তোরাঁ, তবে খাবারের হোম ডেলিভারি করা যাবে। তাছাড়া সব ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকবে। এদিকে রাজধানী ইসলামাবাদে সকলকে করোনা বিধি মেনে চলার আর্জি জানানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, পাকিস্তানের টিকাকরণ শুরু হয়েছে ভারতে শুরু হওয়ার বেশ কিছুদিন পর। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকায় সে দেশের পক্ষে টিকা ক্রয় করা সম্ভব হচ্ছে না। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে টিকা কেনার কোন পরিকল্পনা পাকিস্তানের নেই। তাদের ভরসা হার্ড কমিউনিটি বা গোষ্ঠী অনাক্রম্যতা এবং বন্ধু দেশগুলোর থেকে উপহার হিসেবে পাওয়া টিকা। এই পরিস্থিতিতে GAVI-র সাহায্যে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন ভারত পাঠাচ্ছে পাকিস্তানকে। কেবল পাকিস্তানেই নয়, গোটা বিশ্বে ক্রমে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। অবশ্যই নয়া স্ট্রেনের কারণে এই পরিস্থিতি।


আরশিকথা দেশ-বিদেশ

১৪ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.