ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নবম রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হলো। রবিবার টাউন হলে এই সম্মেলন সম্পন্ন হয়। ১২৯ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে এই সম্মেলন থেকে। পাশাপাশি ২৬ জনের একটি সম্পাদকমন্ডলীও গঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ফের নিযুক্ত যথাক্রমে বিধায়ক রতন ভৌমিক এবং সুধন দাস।
উনারাই এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে নবগঠিত কমিটির ঘোষণা দেন। সম্মেলন থেকে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে যেমন, গণতন্ত্র পুনরুদ্ধারে সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো, নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করতে প্রচার চালানো, দলিতদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলা, কৃষি আইন বাতিল করা, বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ বন্ধ করা প্রমূখ। এই সমস্ত দাবিকে আগামী ২১ মার্চ রাজ্যব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত হয় এদিনের সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে এই সকল কথা জানানো হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৪ই মার্চ ২০২১




