Type Here to Get Search Results !

স্মার্ট সিটিতে উন্নয়নের চিত্র তুলে ধরলো বিজেপি সদর জেলা কমিটিঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

শহর আগরতলার স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে রাজ্য সরকারের প্রশংসা করলো প্রদেশ বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটি। রবিবার সদর জেলা শহর অঞ্চলের সভাপতি ড: অলক  ভট্টাচার্য এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি তথ্য দিয়ে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহর প্রথম স্থানে রয়েছে। আর দেশের মধ্যে দশ লক্ষ লোকসংখ্যায় ৬১টি শহরের মধ্যে আগরতলা শহর ১১ নম্বরে রয়েছে। স্মার্ট সিটি প্রকল্পে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, এমবিবি কলেজের লেক পুনরুজ্জীবন, কাটা খালকে নবজীবন দেওয়া, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন, শহরকে বন্যার হাত থেকে মুক্ত রাখতে অত্যাধুনিক প্রকল্পে পাম্প মেশিন চালু করা, স্ট্রীট ভেন্ডারদের ঋণ প্রদান, সাতটি হেলথ সাব-সেন্টার আধুনিকীকরণ, সৌন্দর্যায়নে দেওয়ালে চিত্রায়ন ইত্যাদি। একই সঙ্গে তিনি বাম আমলের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি সদর জেলা শহরাঞ্চলের সভাপতি এদিন বিরোধী দলনেতা মানিক সরকারেরও সমালোচনা করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৪ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.