Type Here to Get Search Results !

বিজেপি'র এডিসি নির্বাচন পরিচালন কমিটির বৈঠকঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

বিজেপির সঙ্গে আইপিএফটি জোট বেঁধে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু সবক'টি কেন্দ্রে তাদের এই জোট সুখকর হচ্ছে না। বিজেপি ১৪টি ও আইপিএফটি ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে তিনটি আসনে দু'দলের প্রার্থীরাই রয়েছেন। অর্থাৎ সেখানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ লড়াই। তবে ১৭মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন সন্ধ্যায় বোঝা যাবে কোন কেন্দ্রে কতজন প্রতিদ্বন্দ্বি রয়েছেন। তবে এখন পর্যন্ত এডিসি'র সবকটি কেন্দ্রে বিজেপি ও আইপিএফটি কর্মীরা জোট বেঁধে প্রচারে বের হননি। কোথাও বিজেপি প্রার্থীকে আইপিএফটি মেনে নিতে পারছেন না, তো কোথাও আইপিএফটি প্রার্থীকে সমর্থন করছেন না বিজেপি কর্মীরা। জানা গেছে কয়েকটি কেন্দ্রে দুই দলের স্থানীয় নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন রাজ্য স্তরের নেতারা জোট করলেও স্থানীয় স্তরে তাদের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। তবেই তারা একে অপরের হয়ে প্রচারে নামবেন। এই সকল যাবতীয় বিষয় নিয়ে এবং নির্বাচনী রণকৌশল নিয়ে মঙ্গলবার প্রদেশ বিজেপি'র কার্যালয়ে দলের এডিসি নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়।


তাতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি'র সভাপতি ড. মানিক সাহা, সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা বৈঠকে বিভিন্ন এডিসি কেন্দ্রগুলির বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে চর্চা হয়। নির্বাচনী প্রচারের বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পায় বলে জানা গেছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৬ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.