আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে চিত্র প্রদর্শনী শুরুঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    দেশের স্বাধীনতার ৭৫ তম পূর্তিকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফিল্ড আউটরিচ ব্যুরো, আগরতলা শাখা। মঙ্গলবার থেকে আগরতলার কৃষ্ণনগর বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর সূচনা করেন তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তার রতন বিশ্বাস।


    অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেডিও-র আগরতলা কেন্দ্রের অধিকর্তা এ বিজয় কুমার এবং বিশেষ অতিথি হিসেবে দূরদর্শন আগরতলা কেন্দ্রের অধিকর্তার পি রঙ্গস্বামী।


    পাঁচ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীতে ভারতের স্বাধীনতার ইতিহাস, জাতির জনক মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, লালা হরদয়াল, বাল গঙ্গাধর তিলকসহ প্রথম সারির স্বাধীনতা সংগ্রামীদের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে রাখা হয়েছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান সহ স্বাধীনতা সংগ্রামের অসংখ্য ছবি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ই মার্চ ২০২১
     

    3/related/default