মঙ্গলবার থেকে আগরতলা পুর নিগমের ৪৯টি ওয়ার্ডে একযোগে শুরু হলো কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। ৪৯টি ওয়ার্ডের অধীনে যে ক'টি স্বাস্থ্য কেন্দ্র এবং উপ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার সব কটিতে এদিন এই প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ৪৫ থেকে ৪৯ বছরের মধ্যে যারা অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাদের শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর বাকিদের কোনোরকম পরীক্ষা ছাড়াই ভ্যাকসিন দেওয়া হয়। এখন থেকে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ১০০ থেকে ১৫০ জনকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই মার্চ ২০২১