ইঞ্জিনিয়ারিং পড়তে এখন আর বাধ্যতামূলক থাকছেনা অংক এবং পদার্থবিদ্যা। অল ইন্ডিয়া কাউন্সিল অফ ইন্ডিয়া সম্প্রতি যে হ্যান্ডবুক প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক স্তরে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকের বিষয় হিসেবে অংক এবং পদার্থবিদ্যা থাকা বাধ্যতামূলক নয়। বি.ই এবং বি.টেক এর ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। এখন থেকে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা, রসায়ন, অংক, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি, ইনফরমেশন প্রাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল, এগ্রিকালচার, বিজনেস স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং এন্ট্রাপ্রেনিওরশিপ এর মধ্যে যে কোন তিনটি বিষয় বেছে নিতে পারবে। এছাড়াও অসংরক্ষিত শ্রেণীর পড়ুয়ারা উচ্চমাধ্যমিকে ৪৫ শতাংশ এবং সংরক্ষিত শ্রেণীর পড়ুয়ারা ৪০ শতাংশ নম্বর পেলেই ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবে। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলিতে পদার্থবিদ্যা, অংক এবং ইঞ্জিনিয়ারিং ড্রইং থাকতে হবে। এ আই সি টি এর নতুন নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক অংক এবং পদার্থবিদ্যার জ্ঞান ছাড়া কিভাবে ইঞ্জিনিয়ারিং পড়ার সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরশিকথা দেশ-বিদেশ
১৩ই মার্চ ২০২১