ভারতের নতুন একটিভ কেইস পেরিয়েছে দুই লক্ষের গন্ডি। একটা সময় এই সংখ্যাটা নেমে এসেছিল ১ লক্ষ ৩০ হাজারের কোঠায়। গত ২৪ ঘন্টায় স্রেফ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে মোট ছয়টি রাজ্যে করোনা গ্রাফ রীতিমতো উদ্বেগজনক। যার ফলে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় দেশে ২৪ হাজার, ৮৮৩ জন করোনা আক্রান্ত হয়েছে যা আগের দিনের থেকে প্রায় অনেকটাই বেশি। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১কোটি, ১৩ লক্ষ, ৩৩ হাজার ৭২৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মোট মৃতের সংখ্যা ১লাখ,৫৮ হাজার,৪৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪০ জনের। আগের দিনের থেকে অনেকটাই বেশি। গত কয়েকদিন ধরে লাগাতার এই সংখ্যাটা ঊর্ধ্বমুখী। বর্তমানে দেশে মোট অ্যাক্টিভ কেইসের সংখ্যা ২ লক্ষ, ২ হাজার,২২ জন। গত বেশ কয়েকদিন ধরেই সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে চলতি মাসের শুরুর দিক থেকে দেশের করোনা গ্রাফ সবদিক থেকেই ঊর্ধ্বমুখী। গোটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন । তিনি বলেছেন, ৬টি রাজ্যের মানুষের উদাসীনতার জন্য দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
১৩ই মার্চ ২০২১