Type Here to Get Search Results !

বোরখা নিষিদ্ধ হচ্ছে শ্রীলঙ্কায়, পাশাপাশি বন্ধ হচ্ছে সহস্রাধিক ইসলামিক স্কুলও

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

এবার শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরখা। পাশাপাশি বন্ধ করে দেওয়া হবে সহস্রাধিক ইসলামিক স্কুল। শনিবার এমনটাই জানিয়েছেন সেদেশের জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরথ বিরাসেকেরা। ইতিমধ্যেই এ সংক্রান্ত আইন প্রণয়ন করতে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষরও করে ফেলেছেন তিনি। এখন শুধুমাত্র শ্রীলংকার মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলেই বোরখা পরা নিষিদ্ধ হয়ে যাবে সে দেশে। পাশাপাশি বন্ধ হবে ইসলামিক স্কুলগুলিও। এ সিদ্ধান্তের ব্যাপারে বলতে গিয়ে মন্ত্রী জানান জাতীয় সুরক্ষা স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে আমাদের এখানে মুসলিম মহিলারা কখনোই বোরখা পরতেন না। এটা আসলে ধর্মীয় গোঁড়ামির প্রতীক, যা বর্তমানে হঠাৎ করেই দেখা দিয়েছে। আমরা এটা অবশ্যই নিষিদ্ধ করব। এদিকে স্কুল বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, ওই স্কুলগুলি জাতীয় শিক্ষানীতি লংঘন করছে তাই এই সিদ্ধান্ত। উল্লেখ্য ২০১৯ সালে ইস্টার সানডে তে ধারাবাহিক বিস্ফোরণে সাময়িকভাবে শ্রীলঙ্কায় বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল।


আরশিকথা দেশ-বিদেশ

১৩ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.