আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৩ বছরে মে মাসে বৃষ্টিপাতের রেকর্ড গড়ল রাজধানী দিল্লি

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মে মাসের বৃষ্টিতে রেকর্ড গড়ল দিল্লি। যা ১৩ বছরে এই প্রথম। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে, মে মাসে রাজধানীতে ১৪৪.৮ এমএম বৃষ্টিপাত হয়েছে। যা ২০০৮ সালের পর এই প্রথম। এ প্রসঙ্গে 'ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট'-এর কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী ৪-৫ দিন রাজধানীতে কোনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে ২০০৮ সালের পর মে মাসে এরকম বৃষ্টিপাত হয়নি দিল্লিতে। সফদরজংয়ের পর্যবেক্ষণ কেন্দ্র বলছে,  চলতি বছরে মে মাসে ৯দিন বৃষ্টি হয়েছে দিল্লিতে। ২০১৪ সালের পর যা সব থেকে বেশি। ওই বছর ১০ দিন বৃষ্টিপাত হয়েছিল মে মাসে। ২০২০ সালে এই বৃষ্টির দিনের সংখ্যা ছিল ৭। তবে ২০১৮ সালে মে মাসে রাজধানীতে বৃষ্টি হয়েছিল ৫দিন। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট-এর তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে মে মাসের ২৪ তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৬ এমএম। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ৩১ মে-র মধ্যে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ডিগ্রির নীচে থাকবে। ২০১৪ সালের পর এই প্রথম এরকম কোনও পরিস্থিতির সৃষ্টি হল। যখন বর্ষা আসার আগে লু'য়ের প্রকোপ দেখল না দিল্লিবাসী। এ প্রসঙ্গে 'ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট'-এর কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, প্রথমে পশ্চিমী ঝঞ্ঝা তাপমাত্রার পারদ নিয়ন্ত্রণে রেখেছিল।পরে ঘূর্ণিঝড় তওতের ফলে রেকর্ড বৃষ্টি হয় রাজধানীতে। তবে অবাক করার বিষয়, এবার বর্ষার আগে লুয়ের প্রভাব দেখা যায়নি পালামেও।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৬শে মে ২০২১
     

    3/related/default