আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানহানির মামলা করলেন ভাইজান

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    আবারও শিরোনামে বলিউড সুপারস্টার সলমন খান । এবার নেপথ্যে কারণ রাধে। সদ্য মুক্তি পাওয়া এই ছবি নিয়ে বেশ খানিকটা ফ্যাঁসাদেই পড়েছেন সল্লু ভাই। এবারে তো মানহানির মামলাই করে বসলেন। অভিনেতা কমল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভাইজান। সলমন খানের তরফে আইনী নোটিসও পাঠানো হয়েছে কমল আর খানকে। রাধে ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছে সলমন খান। রাধে মোস্ট ওয়ান্টেট ভাই মুক্তি পেয়েছে সোমবার। তারপর থেকে খারাপ রিভিউতে ভরে যায় সাংবাদমাধ্যম। কমল আর খান টুইট করে জানান, রাধের রিভিউ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সলমন। 


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৬শে মে ২০২১
     

    3/related/default