দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ২ লক্ষের নিচে। কিন্তু বুধবার ফের ২ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা।বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন বেড়েছে। মঙ্গলবার ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন আক্রান্ত হয়েছিলেন। বুধবার সেই সংখ্যা ফের বেড়ে গেল। এদিকে মঙ্গলবারের চেয়ে বুধবার মৃতের সংখ্যাও বেড়েছে। মঙ্গলবার যেখানে ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছিল সেখানে বুধবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বুধবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫ জন।
আরশিকথা দেশ-বিদেশ
২৬শে মে ২০২১