Type Here to Get Search Results !

শহীদ দিবস পালনে সংযুক্ত কিষাণ মোর্চা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনে গত প্রায় ছ'মাসে এখন পর্যন্ত ৪৭০ জন কৃষক শহীদ হয়েছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে শহীদ দিবস পালন করা হয় রবিবার। মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, সভাপতি অঘোর দেববর্মাসহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।



এই প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে শ্রী কর বলেন, ২০১৭ সালে মাত্র তিন-চারটি দাবিতে মধ্যপ্রদেশে আন্দোলনে নেমেছিলেন কৃষকরা। তাদের দাবি ছিল কৃষি ঋণ মুকুব করা, সরকারকে ন্যায্যমূল্যে ফসল কেনা, জলসেচের ব্যবস্থা করা। কিন্তু তৎকালীন মধ্যপ্রদেশের বিজেপি সরকার কৃষকদের দাবি পূরণ করেনি।তাই আন্দোলনও জারি থাকে। তারপর কৃষকদের স্বার্থের পরিপন্থী কৃষি বিল কৃষি আইনে পরিণত করে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের ২৬ নভেম্বর থেকেই কৃষি আইনের প্রতিবাদে লক্ষ লক্ষ কৃষক আন্দোলন শুরু করে। দিল্লি সীমান্তে এখনো আন্দোলন চলছে। কৃষকরা তাদের দাবিতে অনড়। কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে । শ্রীকর হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে সংযুক্ত কিষাণ মোর্চা কুড়ি থেকে ত্রিশ লক্ষ কৃষক নিয়ে দিল্লিতে আন্দোলনে নামবে। তাই কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে কৃষি আইন বাতিল করে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

৬ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.