Type Here to Get Search Results !

পরিবেশ রক্ষায় বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


শনিবার বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, পরিবেশরক্ষায় সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত গড়ে তুলতে সক্ষম হয়েছে ভারত। এদিন একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেন তিনি।

 প্রধানমন্ত্রী বলেন, ‘‘’’আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত আরও একটা বড় পদক্ষেপ করল। ইথানল সেক্টরের উন্নতির বিস্তারিত পথ নির্দেশিকা আজ প্রকাশ করা হয়েছে। অথচ আজ থেকে ৭-৮ বছর আগে ইথানল নিয়ে দেশে সেভাবে চর্চাই হত না। কিন্তু আজ ইথানল একবিংশ শতাব্দীর ভারতের অন্যতম অগ্রগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’’ তিনি মনে করিয়ে দেন, ইথানলের উপরে ফোকাস রাখার সুফল একদিকে যেমন পরিবেশের উপরে পড়তে শুরু করেছে, তেমনই কৃষকরাও এতে উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী আরও জানান, ভারত ‘ইকোনমি ও ইকোলজি’ অর্থাৎ পরিবেশবিজ্ঞান ও অর্থনীতিকে একসঙ্গে নিয়ে এগতে চাইছে। এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, পরিবেশকে রক্ষা করতে গেলে যে উন্নয়নের কাজকে আটকে রাখার প্রয়োজন পড়ে না তা প্রমাণ করে ভারত গোটা বিশ্বের কাছেই নজির স্থাপন করেছে।


আরশিকথা দেশ-বিদেশ

৫ই জুন ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.