Type Here to Get Search Results !

উত্তর-পূর্ব ভারতে কিছুটা কম বৃষ্টি হলেও দেশে এবার বৃষ্টিপাত হবে স্বাভাবিক, পূর্বাভাস 

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


উত্তর-পূর্ব ভারতে এবছর বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে কিছুটা কম। কিছুটা কম বৃষ্টি হবে অসম, বিহার, ঝাড়খণ্ড ও বাংলার কিছু জেলায়। তবে সারা দেশে এবার বৃষ্টিপাত হবে স্বাভাবিক। এমনই পূর্বাভাস মৌসম ভবনের। কৃষি নির্ভর ভারতে মৌসুমী বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী চার মাস বর্ষাকালে বৃষ্টিপাত দেশের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অর্থনীতিতেও প্রভাব ফেলেছে, সেক্ষেত্রে দেশে মৌসুমী বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে প্রথম বর্ষা শুরু হয় কেরলে।প্রাথমিকভাবে মৌসম ভবন ইঙ্গিত দিয়েছিল যে, দক্ষিণের রাজ্য করলে বর্ষা ঢুকে যাবে ৩১ মে। পরে ওই পূর্বাভাস সংশোধন করে বলা হয়, ৩ জুন থেকে কেরলে বর্ষা শুরু হতে পারে। মঙ্গলবার আইএমডি ২০২১-র বর্ষাকালের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস জারি করেছে। এ ব্যাপারে প্রথম যে দীর্ঘ মেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছিল, এদিনের পূর্বাভাসে তার কিছুটা সংশোধন ঘটানো হয়েছে। পূর্বাভাসে দেশজুড়ে সর্বত্র প্রায় স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে দেশের পূর্ব ও উত্তর-পূ্র্বে কিছুটা কম বৃষ্টি হবে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক (৯২-১০৮ শতাংশ) বৃষ্টি হবে। দক্ষিণ উপদ্বীপ অঞ্চলেও ৯৩-১০৭ শতাংশ অর্থাৎ স্বাভাবিক বৃষ্টি হবে। পূর্ব ও উত্তর-পূর্বে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টি হবে।


আরশিকথা দেশ-বিদেশ

১লা জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.