আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভলান্টারি হেলথ এসো'র পক্ষ থেকে চা শ্রমিকদের মধ্যে রেশন সামগ্রী বিতরণঃ ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বিশ্ব, দেশ তথা রাজ্যজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার প্রভাব ঠেকাতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন এর পর্ব। এদিকে রাজ্যজুড়ে দ্বিতীয় দফায় চলছে করোনা কারফিউ। এই অবস্থায় শ্রমজীবী অংশের মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংস্থা ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা। এসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা সেকেরকোট চা বাগানের শ্রমিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে রেশন সামগ্রী। এদিন রেশন সামগ্রীর পাশাপাশি এলাকার জনগণের মধ্যে বিতরণ করা হয় মাস্ক এবং সাবান। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার,এসোসিয়েশনের সহ অধিকর্তা সুজিত ঘোষ, জেলা পরিষদের সদস্যা অপর্ণা সেন এবং সেকেরকোট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপ্তি দেব। জেলা সভাধিপতি ভলান্টারি হেলথ এসোসিয়েশনের এই জাতীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার জনগণকে করোনার বিধি মেনে চলার আহ্বান জানান।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১লা জুন ২০২১
     

    3/related/default