আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লাভজনক সংস্থায় পরিণত হচ্ছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম : মুখ্যমন্ত্রী, আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে এখন স্বরোজগারী মানসিকতা গড়ে উঠেছে। এর প্রকৃত প্রতিফলন পরিলক্ষিত হয় গত তিন বছরের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সাফল্যে। গত তিন বছর বিভিন্ন উদ্যোগের ফলে ত্রিপুরা চা উন্নয়ন এক লাভজনক সংস্থায় পরিণত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তিন বছরের সাফল্য সম্পর্কিত পুস্তিকার আবরণ উন্মোচন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

    তিনি বলেন, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বহুবিধ যুগান্তকারী পদক্ষেপের পাশাপাশি ত্রিপুরার চায়ের গুণগত মান বৃদ্ধি পাওয়ায় নিলাম বাজারে সর্বোচ্চ ২৭৪ টাকা প্রতি কেজি দরে নিগমের চা বিক্রি হয়েছে। তিনি বলেন, এই করোনা মহামারীর মধ্যেও নিগমের চা বাগানগুলির শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে নিগম চা শ্রমিকদের মজুরি ১০৫ টাকা থেকে বৃদ্ধি করে ১২১ টাকা করে দিচ্ছে।
    মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৫৪ টি বড় চা বাগান রয়েছে। এছাড়া রয়েছে বেশকিছু ক্ষুদ্র চা বাগান। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সুসংগঠিত ব্যবস্থাপনার ফলে আজ বড় মাত্রায় ক্ষুদ্র চা চাষীরা লাভের মুখ দেখতে পাচ্ছেন।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সান্তোষ সাহা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৫ই আগস্ট ২০২১
     

    3/related/default