আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রুপোজয়ী রবিকে ৪ কোটি টাকা, চাকরি, কম দামে জমি দিচ্ছে হরিয়ানা সরকার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    টোকিয়ো অলিম্পিক্সে হরিয়ানা থেকে যে সব প্রতিযোগী পদক জিতছেন, তাঁদের প্রচুর পুরস্কার দিচ্ছে সে রাজ্যের সরকার। ব্যতিক্রম নন রবি কুমার দাহিয়াও। অলিম্পিক্সে ৫৭ কেজি ফ্রিস্টাইলে রুপো জিতেছেন রবি। পদক জিততে না জিততেই পুরস্কারের বন্যা। হরিয়ানা সরকার ৪ কোটি টাকা দিচ্ছে তাদের এই কুস্তিগিরকে। সঙ্গে সরকারি চাকরি এবং অনেক কম টাকায় জমি। এ ছাড়া রবির গ্রাম নাহারিতে কুস্তির জন্য একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে। সেখানে যাবতীয় আধুনিক সুযোগ সুবিধে থাকবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই কথা জানিয়েছেন।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৫ই আগস্ট ২০২১
     

    3/related/default