পোল্যান্ডের এক গ্রন্থাগারের দেওয়ালে খোদাই করা কিছু লিপি। জানা গেছে, পোল্যান্ডের এই গ্রন্থাগারের এক একটি দেওয়ালে সরাসরি সংস্কৃতে উপনিষদের বাণী খোদাই করা রয়েছে।দেওয়ালগুলির ছবি তুলে টুইটারে পোস্ট করেছিল পোল্যান্ডের ভারতীয় দূতাবাস। বিদেশে ভারতীয় দর্শনের এই জনপ্রিয়তায় গর্ব অনুভব করেছেন ভারতীয়রা। একই সঙ্গে কিছু মন্তব্যে ধরা পড়েছে আফসোসও। বিদেশের লাইব্রেরির দেওয়ালে সংস্কৃতে উপনিষদ লিখিত দেখে সামগ্রিক ভাবে ভারতীয় প্রতিক্রিয়া-- যদি নিজের দেশেও উপনিষদ এত কদর পেত! পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের দেওয়ালে খোদাই করা হয়েছে উপনিষদের ওই লিপি। পোল্যান্ডের ভারতীয় দূতাবাসের দেওয়া ছবির বিবরণে তারা লিখেছে-- অপূর্ব দৃশ্য! এটি ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের দেওয়াল। যেখানে উপনিষদের বাণী খোদাই করা রয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
৬ই আগস্ট ২০২১