আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডাকঘরের বিনামূল্যে আইনি পরিষেবা ঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বিনামূল্যে আইনী পরিষেবা এখন পাওয়া যাবে পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিসে কর্মরতদের কাছে আইনি পরিষেবার জন্য ফর্ম পাওয়া যাবে। তারা ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। এরপর এটি সংশ্লিষ্ট আইনসেবা কর্তৃপক্ষের কাছে ডাকযোগে পাঠানোর ব্যবস্থা করবেন। এজন্য স্ট্যাম্প লাগানো খাম আগে থেকেই দেওয়া থাকবে পোস্ট অফিসগুলিতে। সে কারণে অভিযোগ জানানোর জন্য গ্রামাঞ্চল থেকে আইনসেবা কর্তৃপক্ষের অফিসে না এলেও চলবে। এই কর্মসূচি অনুযায়ী পোস্ট অফিসের কোর্মী ও পোস্ট অফিসের ওয়ার্ক ফোর্সদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত রবিবার,২৬ সেপ্টেম্বর পোস্ট অফিসে কর্মরত ২৯ জনকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত চত্বরে। উদ্যোক্তা পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষ। সকালে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি শুভাশিস তলাপাত্র। উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনসেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান অংশুমান দেববর্মা, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য, অতিরিক্ত দায়রা বিচারক তথা সদর আইনসভা কমিটির সদস্য সচিব সচিব গোবিন্দ দাশ, পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব অপরাজিতা দেববর্মাসহ অন্যান্যরা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৩০শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default