বিরাট সুখবর। এখন সিনিয়র সিটিজেনদের আর অর্থকষ্টে ভুগতে হবে না। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বয়স্ক নাগরিকদের কর্মসংস্থাান প্রকল্প খুলতে চলেছে। এর সাহায্যে প্রবীণ নাগরিকরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন। ১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে এই বিশেষ প্রকল্প। তবে এই প্রকল্পের অধীনে কর্মসংস্থানের সুযোগ পেতে গেলে নাম নথিভুক্ত করতে হবে প্রবীণ নাগরিকদের। দেশে প্রথমবারের জন্য সিনিয়র সিটিজেনদের জন্য এধরনের কর্মসংস্থান প্রকল্প খোলা হচ্ছে। এর জন্য বিশেষ একটি পোর্টাল চালু করা হচ্ছে। এরই পাশাপাশি সরকার প্রবীণ নাগরিকদের সাহায্য করার জন্য একটি হেল্পলাইনও চালু করেছে। দেখা যাচ্ছে দেশের নাগরিকদের মধ্যে এমন অনেকে আছেন যাঁদের বয়স ৬০ বছরের ওপরে এবং চাকরি করতে সক্ষম এবং কাজ করতে চান। যদি কেউ এই বিভাগে পড়েন, তাহলে সিনিয়র এবল সিটিজেনস ফর রাইট এমপ্লয়মেন্ট ইন ডিগনিটি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে তাঁকে। যা সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে খোলা হচ্ছে ১ অক্টোবর থেকেই।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
৩০শে সেপ্টেম্বর ২০২১