আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হারিয়ে যাচ্ছে জীবনের বসন্ত.... টিংকু রঞ্জন দাস,ত্রিপুরা

    আরশি কথা

    হারিয়ে যাচ্ছে জীবনের বসন্ত....


    প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত কড়া নাড়ছে

    শীত গেলেই কোকিল আবার ডাকবে কৃষ্ণচূড়ার ডালে

    ফুলে ফুলে সেজে উঠবে গৃহস্থের উঠোন

    ঝিরিঝিরে বাতাসে বয়ে বেড়াবে আনন্দযজ্ঞের সুর।


    তবুও এই শীতটাই যেন আমার কাছে প্রিয়

    নবান্নের ঘ্রাণ নিয়ে হয় যার শুরু

    ক্ষেত খামারে দেখা যায় কত রকমের শাক সবজি

    জেলেরাও মেতে ওঠে ছোট ছোট মাছ ধরার আনন্দে।


    আবার পৌষ মাসে পৌষ পার্বণ, পিঠে পুলি

    গৃহিনীদের কতো ব্যস্ততা, আলপনা আঁকার প্রতিযোগিতা

    সারাদিন ব্যাপী হরির লুট, পাড়ায় পাড়ায় কীর্তন

    কাকে টপকে কে ধরবে একটা তিল্লাই কিংবা বাতাসা।


    যদিও সব হারিয়ে যাওয়ার পথে

    নেই সেই ঢেঁকির শব্দ, মা মাসিদের হৈ-হুল্লোড়

    কার কতটুকু চাল, তার কতটুকু গুড়া

    কার ঘরে কি কি দিয়ে হবে কতো ভিন্ন স্বাদের পিঠা।


    কালের গর্ভে ভুলে যেতে বসেছি বুড়ির ঘর

    ভুলে যেতে বসেছি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ

    গ্লোবালাইজেশনের যুগে সবাই ব্যস্ত, দৌড়ুচ্ছে

    মল কিংবা বহুজাতিক ব্যবসা কেড়ে নিয়েছে জীবনের বসন্ত।


    - টিংকু রঞ্জন দাস

    ত্রিপুরা


    ১৬ই জানুয়ারি ২০২২

     

    3/related/default