Type Here to Get Search Results !

"সভ্যতার সংকট " - ত্রিপুরা থেকে মণীষা গুপ্ত পাল এর কবিতা

"সভ্যতার সংকট "


ঘুমন্ত রাজপথে মানবিকতার নগ্ন প্রতিচ্ছবি,

আগামীর   পথিকরা অভুক্ত--- 

লেলিহান ক্ষুধা শৈশবকে করেছে গ্রাস , এ কোন সমাজ?


শীত ঘুমে আচ্ছন্ন পরিত্রাতারা।


শৈশব যে সব বলে দেবে ঈশ্বরকে একদিন।


পৃথিবী , আরো একবার দেখে যাও -মনুষ্যত্বের মরণ!


কে গাইবে বলো আজ জীবনের জয়গান?


মণীষা গুপ্ত পাল 

ত্রিপুরা

১৬ই জানুয়ারি ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.