আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    -জন্মান্তরের প্রেম- ঃ আগরতলা থেকে দীপঙ্কর সাহা'র কবিতা

    আরশি কথা

    -জন্মান্তরের প্রেম-


    তোমার আমার কত কথা

    ছলে বলে কৌশলে

    তোমার আমার কত ভালোবাসা 

    গভীর অন্তরালে।

    তোমার আমার কত পথ চলা 

    পায়ে পা জড়িয়ে।

    তোমার আমার কত কান্না-হাসির দিন

    হাওয়ায় মেশায়ে।।


    তোমার আমার কত স্বপ্ন 

    দু চোখ জুড়িয়ে

    তোমার আমার কত গান

    একই সুরে সুর মিলিয়ে।।

    তোমার আমার কত রহস্য 

    গোপন অঙ্গিতে।।

    তোমার আমার কত খেলা

    খেলার প্রাঙ্গনে।।

    তোমার আমার কত বিরহ

    বিরস দিবসে

    তোমার আমার কত মিলন

    মধু মলয় মাসে।।

    তোমার আমার কত জন্ম

    হয়েছে জন্ম জন্মান্তরে।

    তোমার আমার কত মৃত্যু 

    হবে এই মাটির পরে।।


    দীপঙ্কর সাহা

    আগরতলা


    ১৬ই জানুয়ারি ২০২২

    3/related/default