Type Here to Get Search Results !

ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু, দাপট বেশি বড় শহরগুলিতেই

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বর্তমানে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে ওমিক্রনের । ভাইরাসের দাপট বেশি দেশের বড় শহরগুলিতে। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের করোনা ভাইরাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রকাশিত বুলেটিনে জানানো হল এমনই তথ্য। উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রকের এই বিশেষজ্ঞ কমিটি দেশে করোনো ভাইরাসের গতিপ্রকৃতির উপর নজর রাখে। কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে এবং তা রোখার জন্য উপযুক্ত ব্যবস্থা কী হতে পারে ইত্যাদি বিষয়ে মন্ত্রককে পরামর্শ দিয়ে থাকে এই কমিট। সেই কমিটি জানিয়েছে, ভারতে ওমিক্রনের একটি উপ-ভ্যারিয়েন্টেরও হদিশ মিলেছে। গত ১০ জানুয়ারির বুলেটিনে কমিটি জানিয়ে ছিল, যদিও ওমিক্রনে সংক্রমিতদের অধিকাংশই উপসর্গহীন তথাপি হাসপাতালে ভরতির সংখ্যা দিনে দিনে বাড়ছে। আইসিইউ বেডের চাহিদাও বাড়ছে। ফলে তৃতীয় ঢেউয়েও কোভিড নিয়ে আশঙ্কা দূর হয়েছে, এমনটা বলা যাচ্ছে না এখনই। নতুন করে বলা হয়েছে, বর্তমানে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। ভাইরাস তার দাপট দেখাচ্ছে প্রধানত বড় শহরগুলিতেই। ফলে সেখানে হুড়মুড় করে বাড়ছে করোনায় সংক্রমিতের সংখ্যা। তবে ওমিক্রনের অতি সংক্রমক উপ-ভ্যারিয়েন্ট খুব সামান্য মাত্রাতেই ভারতে সক্রিয়। স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি আরও জানিয়েছে, এখন আর বিদেশ থেকে আসা যাত্রীদের থেকে ওমিক্রনে সংক্রমিত হওয়ার প্রসঙ্গটি থাকছে না, যেহেতু তা গোষ্ঠী সংক্রমণের চেহারা নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। কমিটি আরও জানিয়েছে, মাস্ক পরা, ভিড় এড়ানো, স্যানিটাইজারের ব্যবহারের মতো করোনার বিধিনিষেধগুলি ও ভ্যাকসিনেশনই বর্তমান পরিস্থিতিতে একমাত্র ঢাল হতে পারে কোভিডের সঙ্গে যুদ্ধে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

২৩শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.