স্বাধীন ভারতে জন্ম মোদের
আছে অনুভবে পরাধীনতার গ্লানি,
স্বতন্ত্র ভারতের হৃদমাঝারে আছে লিখা
শতশত বীর শহীদের আত্মাহুতির কাহিনী।
সেই শৈশব থেকে আজও এক মহাবীর
বাজায় হৃদয়ে উষ্ণবীণ,
গর্বিত মোরা নত শিরে স্মরণ করি
হে বীর সেনানী নেতাজী সুভাষ
আজ তোমার ই শুভ জন্মদিন।
শত কোটি প্রণাম শ্রদ্ধা জ্ঞাপনেও তোমার হয় না যে মূল্যায়ন,
রাজনীতির আঙ্গিকে নিঃস্বার্থতায় তোমার ছিল
অনেক অনেক উর্ধ্বে বিচরণ।
করেছিলে আত্মসমর্পণ ভারতমাতার সেবায়,
ব্যক্তিগত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তোমার উপেক্ষায়,
"তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব''
এই অগ্নিক্ষরা আশ্বাসনে ,
গড়েছিলে আজাদ হিন্দ ফৌজ
ভারত মাতার মূক্তির অন্বেষণে।
অমৃতের বীর সন্তান তুমি নেতাজী উপাধিতে বিভূষিত,
বিপ্লবের নতুন আলোর দিশারী তুমি
তোমার আলোকে আজ ও আমরা আলোকিত।
ফুল মালা গলে আছ তুমি এ ভুবন পরে,
চির স্মরণীয় তোমার বাণী
যুগে যুগে চির নব সম হয় ঝ্ংকৃত হয় মন্দৃত এ বিশ্বমাঝারে।
- স্বাগতা বিশ্বাস ,কানাডা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৩শে জানুয়ারি ২০২২