নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নেতাজী সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তির হলোগ্রাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় তিনি এই মূর্তি উন্মোচন করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পরবর্তীকালে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির মূর্তি স্থাপিত হবে। রবিবার মূর্তি উন্মোচনের পর মোদী বলেন, “ভারত মাতার বীর সন্তান নেতাজীকে কোটি কোটি প্রণাম। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই মূর্তি স্বাধীনতার নায়কের প্রতি দেশের শ্রদ্ধাঞ্জলি।” স্বাধীন ভারতের স্বপ্নপূরণ এখন সময়ের অপেক্ষা বলেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “পৃথিবীর কোনও শক্তি সেই স্বপ্নপূরণের লক্ষ্য আটকাবে।” নেতাজী দেশভক্তির প্রতীক বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ নেতাজী আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে শিখিয়েছেন। স্বাধীন, অসাম্প্রদায়িক ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন।”
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
২৩শে জানুয়ারি ২০২২