আগরতলা পুর নিগমের বিভিন্ন জায়গা দখলমুক্ত করার পাশাপাশি রাজধানীর যে সমস্ত জায়গায় জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে সেই জায়গাগুলো পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার তিনি পুর নিগমের ৩৫,৩৬,৩৭,৩৮নং ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। দেখা যায় আইরমারাসহ বিভিন্ন জায়গায় জল জমে থাকার সমস্যাটি দীর্ঘদিন ধরে লেগে রয়েছে। বর্ষার মরশুম তো দূরের কথা এখন সুখা মৌসুমেও ঐ সমস্ত এলাকায় জল জমে আছে। মেয়র নিজেই তা চাক্ষুষ করেন। এদিন মেয়রের সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলররা এবং পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ছিলেন। মেয়র জানান, এই বিস্তীর্ণ এলাকায় জমা জলের সমস্যা থেকে নিস্তার পেতে আইরমারা দিয়ে একটি কভার ড্রেন নির্মাণ করা হবে। জল যেন সরাসরি হাওড়া নদীতে গিয়ে পড়ে এর জন্য কয়েকটি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরানো হবে বলেও জানিয়েছেন তিনি। এখানে কয়েকটি পরিবার সরকারি জায়গা দখল করে আছে। আগামী বর্ষার মরশুমের আগেই কভার ড্রেন করার কাজ শেষ হবে বলে জানান মেয়র। প্রসঙ্গত এই বিস্তীর্ণ এলাকায় রয়েছে ফসলের জমি ও অনেক বাড়িঘর। দেখা যায় জল নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষায় জলে ডুবে যায় ফসলের জমি। এলাকাবাসীদেরও জমা জলের দরুন চরম দুর্ভোগ পোহাতে হয়। শুধু বর্ষার মরশুমে নয়,শুখা মরশুমেও এলাকাটিতে জল জমে থাকে। কারণ নিকাশি ব্যবস্থা কিংবা জল বের হওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনের আগেই বিজেপি এলাকার এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন মেয়রের নির্দেশের পর কতটা কাজ হয় সে দিকেই তাকিয়ে আছেন এলাকাবাসী।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১লা ফেব্রুয়ারি ২০২২