Type Here to Get Search Results !

ডিগ্রী কলেজগুলিতে ৪০ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগের সিদ্ধান্তঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


বিদ্যালয় শিক্ষাদপ্তর পরিচালিত সমস্ত হোস্টেলগুলি বুধবার থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি উচ্চ শিক্ষা দপ্তর পরিচালিত ডিগ্রী কলেজের হোস্টেল, টেকনিক্যাল কলেজ, ডায়েট ও প্রফেশনাল কলেজগুলি হোস্টেলগুলিতে বুধবার থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তার নিজ অফিসকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, করোনার প্রকোপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় রাজ্যের সমস্ত হোস্টেলগুলি পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। হোস্টেলগুলি আগামীকাল থেকে পুনরায় খোলার বিষয়ে বিদ্যালয় শিক্ষাদপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর পৃথক পৃথক ভাবে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। শিক্ষামন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেন, রাজ্যের ডিগ্রী কলেজগুলির জন্য আরও ৪০ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ডিগ্রী কলেজগুলির জন্য ২২ জন ককবরক বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এই পদগুলি টিপিএসসি'র মাধ্যমে পূরণ করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান।

শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের টেকনিক্যাল কলেজগুলির জন্য ৫৭টি লেকচারারের পদের নির্বাচিত তালিকা টিপিএসসি থেকে পাওয়া গেছে। শীঘ্রই তাদের নামে অফার ইস্যু করা হবে। এই ৫৭টি লেকচারার পদে নিয়োগ হলে টেকনিক্যাল কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা থাকবে না বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, রাজ্যের ডিগ্রী কলেজগুলিতে গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে এবং শিক্ষক স্বল্পতা দূর করার জন্য আরও ৩৯৫টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সৃষ্টির জন্য অর্থদপ্তরে পাঠানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে শিক্ষাদপ্তর গত ৪ বছরে শিক্ষাক্ষেত্রে ৩৪টি সংস্কার করেছে। উচ্চ শিক্ষার উন্নয়নে রাজ্যে ত্রিপল আইটি স্থাপন করা হয়েছে। রাজ্যের ২২টি ডিগ্রী কলেজের মধ্যে ২০টি কলেজকে ন্যাকের আওতায় আনা হয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের আই এ এস, আই পি এস, আই এফ এস ইত্যাদি পরীক্ষার কোচিং এর জন্য লক্ষ্য নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে। এছাড়াও আগামী দিনে রাজ্যে ন্যাশনাল ‘ল’ ইউনিভার্সিটি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী শিক্ষাবর্ষের জুলাই মাস থেকে রাজ্যে একটি ইংরেজী মাধ্যম কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও গত ৪ বছরে শিক্ষাক্ষেত্রে অনেকগুলি সিদ্ধান্ত রাজ্য সরকার কার্যকর করেছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১লা ফেব্রুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.