সুদীপ রায় বর্মন এবং আশীষ সাহারা বিজেপি ছাড়তেই টোপ ফেলে রাখলো তৃণমূল কংগ্রেস। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই। তা সারাদেশে প্রমাণিত। দলনেত্রী মমতা ব্যানার্জি বিজেপি'র বিরুদ্ধে আপোসহীন লড়াই করছে। কে কোন দলে যাবেন তা তার ব্যক্তিগত ব্যাপার হলেও বিজেপি বিরোধী যে কেউ তৃণমূল কংগ্রেসে স্বাগত বলে জানান রাজীব ব্যানার্জি।
সোমবার প্রদেশ তৃণমূলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন তিনি। অর্থাৎ পরোক্ষে তিনি বিজেপি ত্যাগীদের টোপ দিয়ে রাখলেন বলেই মনে করা হচ্ছে।এদিকে প্রদেশ তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী ১৫ দিন রাজ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা যেন লতা মঙ্গেশকরের গান বাজান ও শোনেন। পশ্চিমবঙ্গেও দলনেত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা দিয়েছেন। এছাড়া ৯ ফেব্রুয়ারি ১১ দফা দাবিতে রাজ্যের ৫৮টি ব্লকের গণডেপুটেশনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তাদের এই কর্মসূচিতে সারা রাজ্যের ব্যাপক সংখ্যক মানুষ অংশ নেবে বলে দাবি করেন তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই ফেব্রুয়ারি ২০২২