সুর সম্রাজ্ঞী
*"""*
তেরোতে শুরু বিরান্নব্বই এ সমাপ্তি
তুমি সকলের প্রিয় ভালোবাসার লতাদিদি
বল্লীর মতোই জড়িয়ে ধরেছো আমজনতার হৃদয়
তাইতো তুমি লতা নামেই তোমার পরিচয়
আটত্রিশটি ভাষা প্রায় ত্রিশ হাজার গান
সুর সম্রাজ্ঞী গানের ভুবনে চির অম্লান
তোমার কন্ঠে প্রেম, বিরহ বেদনার সুর
পরকে করেছে আপন, নিকট হয়েছে দূর
তোমার গানে ভুবন বিজয়, সেনানীর বিজয়গাথা
সুরের মায়াজালে ধরাশায়ী শত্রুপক্ষের জনতা
মায়ের রূপ চোখেমুখে হৃদয়ে অকৃত্রিম প্রেম
মাতা সরস্বতীর বরপুত্রী তুমি একমেবদ্বিতীয়ম
বিদায় জানাতে শুকিয়ে গেছে সহশ্র কোটি চোখের জল
ভালো থেকো যেখানেই থাকো ভারতরত্ন লতা মঙ্গেশকর।
-টিংকু রঞ্জন দাস,ত্রিপুরা
৭ই ফেব্রুয়ারি ২০২২
সুন্দর প্রকাশ
উত্তরমুছুন