ফের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। এদিন সারফেস টু সারফেস ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারতীয় সেনা। বুধবার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয় আন্দামান ও নিকোবরে। প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুল নিশানায় হামলা করতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক বলেন, “সারফেস টু সারফেস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে সেনা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরি। উনি বর্তমানে আন্দামান নিকোবরেই রয়েছেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন।”উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ভারতীয় নৌসেনা ব্রহ্মস ক্রুজ মিসাইলের দূরপাল্লার উন্নত সংস্করণের সফল উৎক্ষেপণ করেছিল। গত মাসেই আরও একটি নতুন প্রযুক্তির ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওড়িশার বালাসোর উপকূলে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়। তার আগে আরও একটি ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী। যেটি সমুদ্রযুদ্ধে বিশেষ ভাবে কার্যকরী বলে জানা গিয়েছে। শত্রুপক্ষের সাবমেরিন বা জাহাজে নির্ভুল নিশানায় আক্রমণ করতে পারদর্শী ওই ক্ষেপাণাস্ত্রটি।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
২৩শে মার্চ ২০২২