রাজ্য সফরে আসার পর দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা ডি.পুরন্দেশ্বরী।
তিনি অভিমত ব্যক্ত করেন রাজ্যে আসার পর দলীয় কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ দেখছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে ২০২৩ এর বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশেই বিকাশের কাজ চলছে বলে দাবি করেন তিনি। একমাত্র বিজেপি-ই সমগ্র অংশের মানুষের, বিশেষ করে পিছিয়ে পড়াদের স্বার্থের কথা চিন্তা করে কাজ করে, এমনটাই দাবি সর্বভারতীয় এই নেত্রীর।
সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি ডা: মানিক সাহা ও সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত উপস্থিত ছিলেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৩শে মার্চ ২০২২