Type Here to Get Search Results !

পথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা বিশ্বে শীর্ষে ভারত

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, সারা বিশ্বে পথ দুর্ঘটনায় হওয়া মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে ভারত। দুর্ঘটনায় জখম হওয়ার পরিসংখ্যানে ভারতের স্থান তিন নম্বরে। জেনেভায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন’ এই তথ্য প্রকাশ করে। ২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরে গড়করি জানিয়েছেন, পথ দুর্ঘটনায় মৃতদের ৬৯ শতাংশের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র তথ্যানুযায়ী, ২০২০ সালে দেশে ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬টি দুর্ঘটনা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জন। আহত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ২০১ জন। এরই পাশাপাশি ওই তথ্য থেকে জানা যাচ্ছে, পথ দুর্ঘটনার মধ্যে ৬০ শতাংশ ক্ষেত্রেই কারণ অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর প্রবণতা। এর ফলে ৭৫ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৭৩৬ জন। দেখা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৩.৬ শতাংশ টু হুইলারের দুর্ঘটনায় পড়েছেন। এছাড়া বাস, গাড়ি ও ট্রাকের ক্ষেত্রে তা ৩.১ শতাংশ, ১৩.২ শতাংশ ও ১২.৮ শতাংশ। জানা যাচ্ছে, বেপরোয়া ড্রাইভিং ও ওভারটেক করার প্রবণতার ফলে ২৪.৩ শতাংশ দুর্ঘটনা ঘটে। এর ফলে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ২১৯ জনের। আহত হয়েছেন ৭৭ হাজার ৬৭ জন। খারাপ আবহাওয়ার কারণে মাত্র ২.৪ শতাংশ দুর্ঘটনা ঘটে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

৭ই এপ্রিল ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.