Type Here to Get Search Results !

মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্ধ্রপ্রদেশে একসঙ্গে ইস্তফা দিলেন ২৪ জন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


২৪ জন মন্ত্রী একসঙ্গে ইস্তফা দিলেন অন্ধ্রপ্রদেশে।এককথায় সরে দাঁড়াল রাজ্যের গোটা মন্ত্রিসভাই। বৃহস্পতিবার দুপুরবেলা মন্ত্রিসভার একটি বৈঠকের পরই তাঁরা সকলে ইস্তফা দেন। জানা গিয়েছে, মন্ত্রিসভায় সম্পূর্ণ রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন। আর তাই তিনি এদিন মন্ত্রিসভা ভেঙে দেন। সেই কারণেই পদত্যাগ করলেন মন্ত্রীরা। গত ৩৪ মাস তাঁরা ক্ষমতাসীন ছিলেন। জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হবে তফসিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির প্রতিনিধি ও মহিলাদের। আগামী ১১ এপ্রিল শপথ নিতে পারে নয়া মন্ত্রিসভা। তার আগে ১০ এপ্রিল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। জানা গিয়েছে, যাঁরা ইস্তফা দিলেন তাঁদের জেলার দায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশে নতুন ১৩টি জেলা গঠিত হয়েছে। এরপরই এই পদক্ষেপ জগন্মোহনের। এদিনের বৈঠকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী জগন্মোহন। তাঁকে বলতে শোনা যায়, ”গত আড়াই বছরেরও বেশি সময় ধরে আপনারা আপনাদের সেরাটা দিয়েছেন। সিনিয়র মন্ত্রীদের থেকে আমার অভিজ্ঞতা ও দক্ষতাই চেয়েছিলাম। ”

বৈঠকের পরে জগন্মোহন সরকারের অন্যতম মন্ত্রী কোদালি নানি জানিয়ে দেন, ”মুখ্যমন্ত্রী আমাদের ইস্তফা দিতে বলেছিলেন। আমরা একটুও না ভেবে তা করেছি। পারফরম্যান্স, জাতি ও আঞ্চলিক সমীকরণ মেনে নতুন মন্ত্রিসভা গঠিত হবে।” গত ২০১৯ সালের জুনে মুখ্যমন্ত্রীর মসনদে বসেছিলেন জগন্মোহন। আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন মন্ত্রিসভায় রদবদল করতে পারেন।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

৭ই এপ্রিল ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.