Type Here to Get Search Results !

সেতু বন্ধনের মোড়ক উন্মোচন ঃ বাংলাদেশ

আবু আলী ঢাকা, আরশিকথা ॥ ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীদের যৌথ উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন ‘ইন্দো-বাংলা সেতুবন্ধন’র উদ্যোগে ‘ সেতু বন্ধন’ স্যুভেনীড়ের মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার রাজধানীর আওয়াজ অডিটরিয়ামে সেতু বন্ধনের মোড়ক উন্মোচিত হয়। ইন্দো -বাংলা সেতুবন্ধনের প্রেসিডেন্ট জ্যোতি প্রকাশের কর্ণধার মোস্তফা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক আবু আলীর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধনী কথা বলেন, ইন্দো-বাংলা সেতুবন্ধনের সাধারণ সম্পাদক এবং গণ মানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকশক মো. আইনুল হক। অন্যান্যদের মধ্যে ইন্দো-বাংলা সেতুবন্ধনের মূল উদ্যোক্তা, কবি, লেখিকা ও অভিনেত্রী অজন্তা দেব বর্মন, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক শামসুল আরেফিন, কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ড. আলী হোসাইন চৌধুরী, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, কবি ও ছড়াকার মানিক চক্রবর্তী, গীতিকার শফিকুল ইসলাম ভূইয়া, নাট্যকার ও লেখক শেখ হান্নান, সাংবাদিক হিরণ প্রধান, সাংবাদিক আল-আমীন সেলিম, বিশিষ্ট আইনজীবী শফিকুল ইসলাস বাবলু, কবি ও গীতিকার আনোয়ারুল ইসলাম, লেখক শাহরিয়ার কামাল, অদিতি বড়ুয়া, শাহজাহান সিরাজ সবুজ, মনোয়ার হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ইন্দো-বাংলা সেতুবন্ধনের মূল উদ্যোক্তা, কবি, লেখিকা ও অভিনেত্রী অজন্তা দেব বর্মন বলেন, আজ আমরা বিভাজিত হলেও এক সময় আমরা সবাই এক ছিলাম। ভারত ও বাংলাদেশের সরকার উভয় দেশের মধ্যকার মৈত্রীর সম্পর্ককে সুদৃঢ় করার জন্য কাজ করছেন। মৈত্রীর সম্পর্ক যত মজবুত হবে, উভয়দেশের উন্নতি তত দ্রুত হবে। এই মৈত্রীর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের সব স্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। আইনুল হক বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার অভিন্ন ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাস, ভাষা, সংস্কৃতি, মানুষের ভাবাবেগ ও স্বার্থের এক অসাধারণ সম্পর্কের মিথস্ক্রিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। স্বাধীনতাযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় সরকারের ভূমিকা উল্লেখযোগ্য। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের বিশাল অবদানের কারণে আমরা ঋণী। এ ঋণ শোধ হবার নয়। এজন্যই মূলত আমরা দুদেশের মানুষের মধ্যে বন্ধন তৈরি করতেই আমাদের ইন্দো-বাংলা সেতুবন্ধন করা হয়েছে। আগামীতে এ সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৪ই জুন ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.