Type Here to Get Search Results !

আরশিকথা সাপ্তাহিক রাশিফলঃ ৬ জুন থেকে ১২ জুন -- ড.পান্না সাহা,অধ্যক্ষা,কলেজ অব অ্যাস্ট্রোলজি

আমাদের রাশি চক্রে মোট ১২টি রাশি যথা-- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।আরশিকথায় দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল। ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত জ্যোতিষ তথা " কলেজ অব অ্যাস্ট্রোলজি " এর অধ্যক্ষা ড. পান্না সাহা এই রাশিফল বিচার করবেন।এই পর্বে ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত রাশিফল থাকছে

মেষ রাশিঃ

সপ্তাহের প্রথম থেকেই একটা আনন্দ বহুল বাতাবরণ আপনাকে ঘিরে থাকবে। প্রেম সম্পর্কে নতুন মোর পরিবর্তন। ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি বৃদ্ধি। বয়স্ক লোকদের সাথে বন্ধুত্ব বাড়বে। কোনো সেবামূলক সংস্থার সাথে যুক্ত হয় সেবামূলক কাজ সাধন। সৃজনশীল প্রতিভার বিকাশ ও সম্মান অর্জন ।প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। বিবাহিত জীবনে তৃতীয় পক্ষের নাক গলানোতে সমস্যা বৃদ্ধি। অহংকার করে শান্তির অনুসারী হওয়ার পরামর্শ রইল। আপনার তীব্র ব্যাকুলতা আপনার নিরানন্দ বৃদ্ধির কারণ হবে।


বৃষ রাশিঃ

আপনার প্রত্যুৎপন্নমতিত্ব সম্মানের উচ্চতম শিখরে প্রতিষ্ঠিত হতে আপনাকে সহায়তা করবে। গাড়ি ,বাড়ি ও সম্পত্তি জনিত একটা দুর্ভোগ আপনাকে পোহাতে হতে পারে ।মাতার শরীর স্বাস্থ্য চিন্তার কারন হবে ।ব্যবসায়ী শ্রীবৃদ্ধি, আর্থিক উপার্জন বৃদ্ধি ,কর্মক্ষেত্রে যোগ্য সম্মান লাভ। নিদ্রায় বিঘ্ন।সপ্তাহের শেষ টুকু প্রিয়জনের সান্নিধ্যে আনন্দময় হয়ে উঠবে ।সৌভাগ্য আপনার দ্বারে উপনীত। আশা, ভরসা, শূন্যতা পূর্ণ হওয়ার সময় এখন। মানসিক যন্ত্রণা গুলোর এড়িয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় বর্তমানে।


মিথুন রাশিঃ

প্রচুর ব্যয়, নিন্দা বহুল  পরিবেশ আপনাকে  কুণ্ঠিত গড়ে তুলবে। কোন মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন ।গুরুজনের শরীর-স্বাস্থ্য চিন্তার কারন হবে ।উচ্চশিক্ষায় বাধা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ।আয় উপার্জন বৃদ্ধি ,উপার্জনের মহিলার বা  বিপরীত লিঙ্গের সাহচর্য লাভ ।সামগ্রিকভাবে এ সপ্তাহ মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে কাটবে ।সপ্তাহের শেষ টুকু অনেকটাই উন্নতি দায়ক হবে ।আপনার এই বিকৃত চিন্তাভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ও সপ্তাহের শেষে আনন্দঘন পরিবেশ আপনাকে মানসিক তৃপ্তি দান করবে।


কর্কট রাশিঃ

সপ্তাহের প্রথম আপনার পারিবারিক চিন্তা আপনাকে অনেকটাই ব্যতিব্যস্ত করে রাখবে। পারিবারিক লোকদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেন ।আপনার কৃতকর্মে বিদ্যাশিক্ষায় বাধা। যদিও উচ্চ শিক্ষার্থীদের জন্য ভালো সময়। পারিবারিক নানা ধরনের গোলযোগে আপনি কান্ডারী ভূমিকা পালন করবেন। কর্মক্ষেত্রে বা কর্মের সুবাদে ভ্রমণ। পুরনো বন্ধু বান্ধবের সাহচর্য লাভ। বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে। বদলি বা ট্রানস্ফার হতে পারে ।সপ্তাহের মধ্যে থেকে আনন্দ যতটুকুই না আসবে সন্দেহপ্রবণতা তার থেকে বেশি আসবে। সপ্তাহের শেষে আপনার হারানো সম্মান আপনি ফিরে পাবেন ও।জয়ী হবেন।


কন্যা রাশিঃ

অত্যধিক ব্যয় প্রবনতা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ।দীর্ঘ কাল ভোগ করতে হয় এমন ধরনের রোগে আক্রান্ত হওয়ার যোগ। কিডনি লিভার স্কিন ইত্যাদি রোগে ভোগার সম্ভাবনা। গুরুজনদের সাথে মনোমালিন্য ।ব্যবসার প্রসার । বিদ্যার্থীদের শিক্ষার উন্নতি ।দূর দেশ ভ্রমণের সম্ভাবনা ।আবেগগুলো সংযত করে এগিয়ে চলার পরামর্শ রইল ।সপ্তাহান্তে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে।


সিংহ রাশিঃ

আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগার যোগ।নতুন কর্মপ্রাপ্তি। আপনি নিজস্ব চিন্তা ভাবনা গুলো নিজের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করুন। নয়তো শত্রুতা বৃদ্ধি পাবে ।বিবাহিত জীবনে নানান সমস্যা বৃদ্ধি। জীবন সাথীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে ।উত্তরাধিকার প্রাপ্তিগুলো সহজ হয়ে উঠবে। গুরুজনের স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনার হারানো সম্মান আপনি ফিরে পাবেন। কর্মক্ষেত্র খ্যাতী বাড়বে ।সতর্ক জীবনযাপন করুন, শত্রুদের আনাগোনা ইতিমধ্যে আপনার জীবনে বেরে আসবে।


বৃশ্চিক রাশিঃ

অত্যধিক চাপের মধ্যে দিয়ে কাটতে হবে ।কর্ম ব্যাকুলতা ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি হিসাবে পরিগণিত হবে ।সপ্তাহের মধ্যভাগে অনেক ঝামেলা দরবার মিটিয়ে আপনি এগোতে পারবেন। গুপ্ত শত্রু সজাগ থাকলেও আপনার কোন ক্ষতি করতে পারবেনা। সন্তান জনিত ব্যাপারে সুখবর পেতে পারেন। শিক্ষার্থীদের বর্তমান সময় শুভ ।প্রতিভার স্বীকৃতি পাবেন। সম্মান ও অর্থ অনেকটাই বৃদ্ধি পেলেও মানসিক শান্তির অভাব থাকবে ।নানা বিষয়ে মন ব্যাকুল হয়ে উঠবে ।আপনার মধুর ও বুদ্ধি সুলভ আচরণ আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে।


তুলা রাশিঃ

উপার্জন বৃদ্ধির দিকে চোখ থাকবে। দীর্ঘস্থায়ী কোন বন্ধুর সাহচর্য আনন্দের কারণ হয়ে যাবে। মনের ভাব প্রকাশ করে তুলে ধরতে এই মুহূর্তে আপনার কষ্ট হচ্ছে কিন্তু পরিবেশ আপনার সহায়ক ।আপনার সৃষ্টিশীল মানসিকতা জনপ্রিয়তা বাড়িয়ে দেবে ।কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে,তবে কিছু বদনাম অপবাদও আপনার জন্য অপেক্ষা করছে।  শত্রুতা বেড়ে যাবে। শিক্ষার্থীদের বিদায় শুভ। ব্যবসায়ীদের ব্যবসার লাভ ।মামলা মোকদ্দমায় জয়ী হবার যোগ।


কুম্ভ রাশিঃ

অস্থিরতা ,চঞ্চলতাকে সংযত করে এগিয়ে যেতে হবে। এ সপ্তাহের পারিবারিক কোন আনন্দোৎসব আপনার মানসিক স্বাস্থ্যের বিকাশে বিশেষ অবদান রাখবে। কোন দুর্ঘটনা বিপদ আপদ থেকে সাবধান থাকতে হবে ।এসপ্তাহে আপনার যোগাযোগগুলো অনেকটাই মূল্যহীন হয়ে উঠবে। আপনার কাছে একটা শূন্যতা বিরাজ করবে ।অর্থাভাব আপনার সাফল্যকে কখনো আটকাতে পারবেনা এ বিশ্বাসটুকু আপনার রাখতে হবে ।বিদ্যার্থীদের বিদ্যায় শুভ। শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে ।পিতার শরীর স্বাস্থ্য বা গুরুজনের স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।


মকর রাশিঃ

হঠাৎ প্রাপ্তি বা লটারি প্রাপ্তির যোগ ।ব্যবসায় লাভবান হবেন ।আপনার জনসংযোগ অনেকটাই বৃদ্ধি পাবে ।কিছু কিছু ক্ষেত্রে কাছের লোকের সাথে মনোমালিন্য তৈরি হতে পারে ।গৃহস্থলীর ব্যাপারে একটা অগোছালো অবস্থার সম্মুখীন হতে হবে ।বাড়িতে বাস্তুদোষ এর সম্ভাবনা রয়েছে ।প্রেমের ব্যাপারে অনাবিল আনন্দ লাভ ।কর্মক্ষেত্রে শত্রুতা ।শিক্ষার্থীদের দূরবর্তী স্থানে শিক্ষামূলক বিস্তার ।অবিশ্বাস বা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হতে পারেন ।আবেগগুলোকে সংযত করে এগিয়ে যান ।রাজনৈতিক ব্যাপার বা কোন মামলা মুকাদমা আপনার অহংকার অনেকটা চূর্ণ করে দেবে।


ধনু রাশিঃ

আনন্দপুর্ণ সুরুবাত আপনাকে এসপ্তাহের এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে আপনি  শান্তি অনুভব  করবেন ।কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। চিন্তাভাবনাগুলো শ্লথ হয়ে উঠবে ।শিক্ষায় বিশেষ সাফল্য অর্জন হতে পারে। প্রেমের বিষয়ে নানা হো মানসিক কষ্টের সম্মুখীন হবেন। নেত্রপীড়া আপনাকে ভোগাতে পারে। মাথার যন্ত্রণা আপনাকে যেকোন কর্মে মনসঙযোগে বাধা তৈরি করবে ।জীবন সম্পর্কে হতাশা কাটিয়ে নিজের মানকে অক্ষুন্ন রাখতে পারবেন।


মীন রাশিঃ

ভ্রমনমূলক প্রারম্ভ আপনাকে উৎসাহিত করে তুলবে। পূর্বের কাজের পুরস্কার স্বরূপ জীবন এ সপ্তাহে অনেকটুকু দিয়ে যাবে। তীর্থ ভ্রমণে বিশেষ সন্তোষ বিধান হবে ।মামলা-মোকদ্দমায় জয়ী হবেন ।ব্যবসায়ীদের লাভ। বিরাট অংকের লগ্নি থেকে সাবধান হতে হবে ।শত্রু নাশ হবে ।আঘাত আপনার এ সপ্তাহে চলার পাথেয় হয়ে দাড়াবে। বিদ্যার্থীদের শিক্ষা সম্বন্ধীয় কোনো শুভ সংবাদ পাওয়া যাচ্ছে না, তবে কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বিশেষ কোনো সংবাদ পেতে পারেন।


ডঃ পান্না সাহা,অধ্যক্ষা

" কলেজ অব অ্যাস্ট্রোলজি "

ভাটি অভয়নগর,আগরতলা

মোঃ ৯৭৭৪৯৬৫৯৩৫ / ৯৮৬২২০৫৭৩৯

 

আরশিকথা ভাগ্যফল

৬ই জুন ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.