আগামী ২৬ আগস্ট ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে এন্টিবায়োটিক প্রতিরোধের আন্তর্জাতিক কর্মশালা অনুষ্টিত হবে। এই আন্তর্জাতিক কর্মশলাতে রিসোর্স পারসন হিসাবে আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের সমাজকর্মী সুজিত ঘোষ। দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা সুজিতবাবু দীর্ঘদিন ধরেই সমাজের বিভিন্ন জনহিতকর কাজের সাথে অঙ্গাঅঙ্গীভাবে যুক্ত রয়েছেন। আন্তর্জাতিক কর্মশালায় উনি সামাজিক সংস্থাদের ভূমিকা নিয়ে একজন রিসোর্স পারসন হিসাবে সেশন নিবেন। ওড়িশার ভুবনেস্বরে অবস্থিত কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে ইউরোপ এবং ভারতের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রতিনিধিগণ, নানা সামাজিক সংস্থার প্রতিনিধি, গবেষক, মেডিকেল এবং পাবলিক হেলথের ছাত্রছাত্রীগন অংশগ্রহণ করবেন । এই কর্মশালাতে এন্টিবায়োটিক প্রতিরোধের নানাদিক নিয়ে আলোচনা হবে এবং নানা পোস্টার প্রদর্শিত হবে। মূলত ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তাতে অনুষ্টিত হচ্ছে এই আন্তর্জাতিক কর্মশলা। এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিয়ে কিভাবে জনসচেতনা বাড়ানো যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হবে । এই কর্মশালাতে সামাজিক সংস্থার প্রতিনিধি হিসাবে ত্রিপুরার দক্ষিণ জেলা নিবাসী সমাজকর্মী সুজিত ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। আন্তর্জাতিকস্তরে রাজ্যের সমাজসেবীর এই আমন্ত্রণ ত্রিপুরাবাসির জন্য নিঃসন্দেহে আনন্দের খবর । সুজিতবাবু দেড়দশক ধরে নানাবিধ সামাজিক কাজে নিয়োজিত থাকা সহ বর্তমানে ভলান্টারী হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা সমাজসেবামূলক সংস্থার সহকারী নির্দেশক হিসাবে কাজ করছেন ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে আগস্ট,২০২২