স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মানব অধিকার রক্ষায় অগ্রণী সামাজিক সংস্থা ' আপনা অধিকার ' এক মহতী কর্মসূচী গ্রহণ করেছিল। সম্প্রতি কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনদের সংবর্ধিত করা হয়।
বিভিন্ন সমাজসেবা মূলক কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিশিষ্ট সমাজসেবী ও নিউজ অনলি ২৪ এর মুখ্য সম্পাদক কুণাল সাহা, কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার এডভোকেট সৈয়দ নফিরুল ইসলাম, প্রাক্তন এয়ারফোর্স এর কর্মী সর্দার তারসেম সিং, বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী স্বামী সৈয়দ, সংকল্প টুডে লিগ্যাল অ্যাওয়ারনেস মিশনের সেক্রেটারি ইমতিয়াজ ভারতীয় সহ বিশিষ্টজনদের সংবর্ধিত করা হয়। এ উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়জঙ্করা হয়েছিল। বন্দেমাতরম এ নৃত্যছন্দে দেশবন্দনা সহ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্টজনেরা স্বাধীনতার অমৃত মহোৎসবের গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয়।
আরশিকথা দেশ-বিদেশ
২৩শে আগস্ট,২০২২