Type Here to Get Search Results !

আমার হিংসে হয়; খুব হিংসে হয়..... বাংলাদেশ থেকে আবুজর মো. ইজাজুল হক

আমার হিংসে হয়; খুব হিংসে হয়.....


হিংসে হয় খুব

রহিমকে আমার হিংসে হয় খুব,

ওই যে শীতের ভোরে 

মোড়া পেতে সোনা রোদে বসে থাকে!

খুব হিংসে হয়!


রতনকে বড্ড হিংসে হয়,

মাটিতে বিছানা পেতে আনমনে শুয়ে থাকা;

ইচ্ছে হলে নিজেকে চাঁদরে মুড়িয়ে

চা আর বিড়ি;

উফফ! হিংসে হওয়ার মতোই তাইনা?

পীরুকে হিংসা করার কারণ আছে একটা;

আমার না কখনো 

ভাতঘুম দেয়ার সুযোগ হয়নি!

প্রতিদিন দুপুরে পীরু যে দু'মুঠো খেয়েই

শীতলপাটিতে গা এলিয়ে দেয়

আমার সহ্য হয় না!


সখিনাকেও কম হিংসা করি না আমি,

কোনো উৎকণ্ঠার বালাই দেখিনি

ওর চোখেমুখে কোনোদিন!

সকাল-বিকেল মনের সুখে

 রেঁধেই চলেছে ঢের!


সুমনকে হিংসে হয়,

আমি দেখেছি-

 ও শেষ বিকেলে 

এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোধূলির দিকে;

আমার না কভু গোধূলিকে দেখা হয়নি এভাবে!

আমার হিংসে হয় আলোকেও,

ওকে দেখার সুযোগ হয়না খুব একটা

সাতসকালে সেই যে জেলখানায় ঢুকি,

আর বের হই মধ্যরাতে!


আমি এখন শীতের সোনা রোদকে মিস করি;

মিস করি ভাতঘুমকে,

গোধূলিস্নানকেও মিস করি খুব!

সত্যি বলতে-

আমি আজ পীরুর জীবনটাকেই মিস করি!!!


- আবুজর মো. ইজাজুল হক

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)

বাংলাদেশ


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.