হ্যাঁ । আমি
কখনো সমুদ্রের হিল্লোলে আমি
কখনো বা আকাশ সলিলের এক
কোনে এক খন্ড মেঘকালো আমি
কখনো উদ্ভিন্ন যৌবনার বক্ষের
নিঃশ্বাসে প্রশ্বাসে আমি
কখনো বা মৃত্যু যন্ত্রণার হাহাকারে
আমি
কখনো ভোরের
স্বপ্নরূপে আমি
কখনো ছলছল স্রোতস্বিনীর
শব্দ তরঙ্গে আমি
কখনো মৃদু সমীরণ রূপে, কখনো
বা ঝড়ের তান্ডবে
কখনো বা গুটি গুটি পায়ে
তোমার দিকে এগিয়ে যাওয়া
বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রূপে
হ্যাঁ । আমি
- সৌম্য ভৌমিক, আগরতলা
২৭শে নভেম্বর ২০২২