চৌরঙ্গীর মোড়ে তপ্ত দুপুরে
বসেছিল সেই পাগলটা
নিরুর চায়ের দোকানে।
জোটেনি কিছুই আজ
পড়ে না পেটে খাবার।
তবুও বসেছিল শান্ত হয়ে
বুকে একরাশ আশা নিয়ে।
হঠাৎ কিছু লোক এসে তাড়িয়ে দিল
ছুঁড়লো মুখের কু-বাক্যবাণ।
চলে গিয়ে পাগলটা বসলো
এক খামপোষ্টের নীচে।
নিরুর যে খুব দয়ার শরীর
এক-কাপ চা আর বিস্কুট
এগিয়ে দিল পাগলটার দিকে।
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো
প্রশ্ন মারলো ছুঁড়ে সমাজের বুকে।
মানুষ হয়ে আজও কেন
পায়না মানুষ মানুষের সম্মান।
- কল্যানী ভট্টাচার্য্য, ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৭শে নভেম্বর ২০২২