আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। বিরহের বীজ ।। কবিতা ।। মৃণালকান্তি পণ্ডিত, ত্রিপুরা

    আরশি কথা

    ।। বিরহের বীজ ।।


    ফুলের মাধুর্যতা হয় না কখনো ম্লান

    মায়াবী তত্ত্বে হয় না কখনো শীর্ণ, 

    জোৎস্নার কলঙ্ক হয় না কখনো বিরহের বীজ 

    কৈশোরের স্মৃতি বয়সের ভারে হয়নি কখনো দীর্ণ।


    আগ্রহ আর আগ্রাসন আকাঙ্ক্ষার অবগাহন

    নিঃশব্দে আসা স্বপ্ন নীহারিকার খুঁজে ক্লান্ত,

    নষ্ট প্রেম প্রতারণার মুখোশ পরে অস্তাচলে দৃষ্টি মেলায় 

    রাত যত গভীর ততই আলাপ রসে কামুক ক্ষুধায় সে হয় উদভ্রান্ত।


    পূর্ণ যৌবনা মন বুঝতে চায় না কামুক ক্ষুধা আর প্রাণের ক্ষুধার পার্থক্য 

    তাই অদ্রিসম ভালোবাসা বাঁচে নতুন ছায়াপথে অজানা আশায়,

    অন্তহীন সেই নিরুদ্দেশের পথে অচেনা সাগরে ভাসে

    স্পর্শের ঝলকানিতে নিত্য মাতে প্রেয়সীর মদিরায়।


    ফুলের সঙ্গে ভ্রমর, বাতাসে সৌরভিত সুবাস -- যেন এক বেদুইন প্রেম 

    মেঘের আড়ালে আশাহত কুঞ্চিত চোখ পরিণাম ত্রাসে দেখে সংশয়, 

    তথাপি জলীয় উষ্ণতায় গর্ভবতী মেঘ বালিকা তীব্র লড়াইয়ে পায় মাতৃত্বের স্বাদ

    অসহ্য দ্রোহের মাঝেও শনশনী বাতাসে যাপিত সুখ খুঁজে প্রসব বেদনায়।


    আর সেই আবেশেই ভূমিষ্ঠ হয় প্রেমের সুন্দর সম্পর্ক 

    নবরূপে কুসুমকলি অবগুণ্ঠন খোলে যৌবনা সাগরের মতোই হয়ে উঠে নন্দিতার ক্ষরণ, 

    সৃষ্টি চিরকালই বসন্তের শিহরণ, বিবাগীর বৈরাগ্যের সাজি, প্রেম ভালোবাসার শিহরণ

    হৃদয়ের স্পন্দনে জড়ানো বুকের মধ্যে দোল খাওয়া  দীপ শিখার স্ফুরণ।


    মৃণালকান্তি পণ্ডিত, ত্রিপুরা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৩ই নভেম্বর ২০২২

     

    3/related/default