(নেপালি কবিতা)
পকেটে
হাত
ঢুকিয়ে
দূরে
দাড়িয়ে
রয়েছে
নিদ্রা
চুপচাপ।
ফুটপাথে
অসাড়
কম্পনরত
নগ্ন
শরীরে
জাগ্রত
একা
বিষন্ন
শীতের
রাত।
- কবি অবিনাশ শ্রষ্ঠ (কাঠমান্ডু)
- অনুবাদ: বিলোক শর্মা
পরিচয়:
অবিনাশ শ্রেষ্ঠ
কবি অবিনাশ শ্রেষ্ঠ (১৯৫৫) নেপালের একজন প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক। নেপালিতে কবির পাঁচটি কবিতা সংকলন (পরেওয়া: সেতা-কালা-১৯৭৬, সংবেদনা/ও সংবেদনা-১৯৮১, অনুভূতি যাত্রামা...-১৯৮৯, হের্নোস ইয়স শহরলাই-১৯৯১, করোড়ৌ সূর্যহরুকো অন্ধকার-২০০৩), একটি অসমিয়া কবিতা সংকলন (তুমিই মোর নেপথ্য প্রিয়া-১৯৮৪), একটি নাটক সংকলন (অশ্বৎথামা হতোহতঃ-১৯৮৩) ও একটি গল্প সংকলন (তান্যা, ইন্দ্রকমল ও অন্ধকার, ২০০৩) প্রকাশিত প্রকাশিত রয়েছে। কবি বেশ কিছু প্রতিষ্ঠিত সাহিত্যিক পত্রিকা ও স্মরণিকার সম্পাদনার কাজেও যুক্ত থেকেছেন। এছাড়া, বিগত চার দশক ধরে নেপালি সিনেমা জগতে গল্প/সংবাদ লেখক হিসেবেও অবিনাশ শ্রেষ্ঠ এক প্রতিষ্ঠিত নাম।
বিলোক শর্মা
বিলোক শর্মা ভারতীয় নেপালি সাহিত্যে কবি ও অনুবাদক হিসেবে পরিচিত। বোটানিতে পোস্ট-গ্র্যাজুয়েট কবি পেশাগত জীবনে একজন কৃষি আধিকারিক। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা অন্তর্গত ডুয়ার্সের মাদারীহাটের বাসিন্দা বিলোক কর্মসূত্রে পাঞ্জাবের জলন্ধরে থাকেন। তাঁর একটি নেপালি কাব্যকীর্তি 'সময়াভাস' ও ভারতীয় নেপালি কবিতার বাংলা অনুবাদ সংকলন 'কবিতার রোটেপিং' প্রকাশিত হয়েছে। নেপালিতে কবিতা লেখার পাশাপাশি নিয়মিত নির্বাচিত নেপালি কবিতা বাংলায় অনুবাদ করছেন যা দেশ-বিদেশের পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া, হিন্দি ও পাঞ্জাবি কবিতার নেপালি ভাষায় অনুবাদের কাজেও যুক্ত রয়েছেন। কবি শর্মা ভারতের বিভিন্ন সাহিত্যিক সংগঠনের সঙ্গেও আবদ্ধ রয়েছেন।