আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুখ" ......স্নিগ্ধা ভট্টাচার্য

    আরশি কথা

    সুখ"
     

    আমি তো চেয়েছি বকুল ফুলের  মালা , 

    চাইনি মুক্ত হার ।

     ছোট একটু সুখের নীড়ে থাকব দুজনায় ,

    চাইনি রাজপ্রাসাদ।

    চেয়েছিলাম তোমার হাতে হাত , 

    ছুটব মোরা  নদীর পাড়ে , জলের ধারে, 

    শাপলা, শালুক তুলব পদ্ম দীঘির ঘাটে।


    কাশ বনেতে হারিয়ে যাবো,

    শিউলি শরৎ প্রাতে।

    আঁকা বাঁকা পাহাড় পথে খুঁজে নেবো নুড়ি।

    চাই না  আমার বেনারসি,

    দিও আমায় তাঁতের শাড়ি।

    নাইবা  দিলে সোনার কাঁকন,দিও আমায় কাঁচের চুড়ি,

    তাতেই আমি রইব খুশি , শুধু রেখো হাতে হাত।

    বেল ফুলের মালা খানা জড়িয়ে দিও খোঁপায়।

    সোহাগ ভরে সিঁথি আমার রাঙিয়ে দিও।

    রাখবো তোমার ভালবাসার সম্মান ।

    উপহারে দিলে না হয় একটি গোলাপ ।


    যখন আমি দুঃখে রব ,কান্না আমার মুছিয়ে দিও।

    বল এসে  আমি আছি তোমার পাশে 

    ভয় নেই তোমার।


    স্নিগ্ধা ভট্টাচার্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৩ই নভেম্বর ২০২২

    3/related/default