Type Here to Get Search Results !

।। ফুলের ভাষা ।। কবিতা ।। শুভ্রা সাহা

।।  ফুলের ভাষা ।।



 ফুলের ভাষা বুঝতে হলে,

 সুগন্ধ আর বাহারে নয়,

 চলো চলি জানতে আজ ,

ওদের প্রাণের আসল রাজ। 


প্রানের স্বপন ছড়িয়ে আছে,

 সবুজ গাছের বাহারেতে,

 ওদের খুশি উথলে পড়ে,

 ক্লোরোফিলের চলার পথে ।


 অরুণ দেবের হাসিরছটায়,

জাগিয়ে তোলে সালোক সংশ্লেষ,

 ফুলের কুড়ির রূপের বাহার ,

পাতায় পাতায় তরু লতায়।


 ফুলের খুশি শিশুর মতন,

 মায়ের প্রানের হীরা রতন ,

  অক্সিজেনই বাঁচার রসদ ,,

  শিশুর মতন ফুলের প্রসব ।


ফুলের রূপে ভুলবে তুমি,

 জগৎ জোড়া হতাশ বাণী,

 ফুল যে ছড়ায় সুখের বুলি,

 ভালোবাসার প্রতীক জানি।


 ফুলকে কভু মুড়ো নাকো, 

জীর্ণ বস্ত্র যেমন করো ,

ফুলের দুঃখ শুনতে হলে ,

 দুঃখী জনের কাছে চলো ।


তোমার আমার গুণের মতো,

 সব ফুলেরই গুন আলাদা ,

  সেই গুনকেই সাথে নিয়ে, 

এগয়ে চলে মহান পথে।


- শুভ্রা  সাহা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৪ই নভেম্বর ২০২২


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.